শয়তানদের পাহাড় সম্পর্কে আশ্চর্যজনক তথ্য – Amazing Facts about Devils Tower in Bengali

0
341
শয়তানদের পাহাড় সম্পর্কে আশ্চর্যজনক তথ্য - Amazing Facts about Devils Tower in Bengali
শয়তানদের পাহাড় সম্পর্কে আশ্চর্যজনক তথ্য - Amazing Facts about Devils Tower in Bengali

Table of Contents

শয়তানদের পাহাড় সম্পর্কে আশ্চর্যজনক তথ্য – Amazing Facts about Devils Tower in Bengali

শয়তানদের পাহাড় সম্পর্কে আশ্চর্যজনক তথ্য – Amazing Facts about Devils Tower in Bengali : শয়তানদের পাহাড় বা ডেভিলস টাওয়ার হ’ল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম জাতীয় স্মৃতিসৌধ , যা 24 সেপ্টেম্বর 1906 সালে রাষ্ট্রপতি থিওডোর রুজভেল্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ।

 শুকতারা Tv র এই পর্বে জানব শয়তানদের পাহাড়ের (Devils Tower) আশ্চর্যজনক তথ্য সম্পর্কে।

শয়তানদের পাহাড় (Devils Tower) কাকে বলে?

শয়তানদের পাহাড় (Devils Tower) হলো একটি বিচ্ছিন্ন ছোট পাহাড় বা Butte যা ল্যাকোলিথ আগ্নের শিলা দ্বারা গঠিত। শয়তানদের পাহাড় (Devils Tower) বেল ফোরচে নদীর উপরে 1,267 ফুট (386 মিটার) উপরে উঠে শিখর থেকে বেস পর্যন্ত 867 ফুট (265 মিটার) দাঁড়িয়ে আছে। সমুদ্রতল থেকে শয়তানদের পাহাড়ের (Devils Tower) উচ্চতা 5,112 ফুট (1,559 মিটার)।

বিগ ট্রি বা শয়তানের টাওয়ার বা শয়তানদের পাহাড়ের অজানা তথ্য – Amazing and Interesting Facts about Devils Tower or BigTree in Bengali

শয়তানদের পাহাড় বা ডেভিলস টাওয়ার বা শয়তানের টাওয়ার (Devils Tower) : পশ্চিম আমেরিকার ওয়াইওমিং রাজ্যের ব্ল্যাক হিল অঞ্চল। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একটি আদর্শ স্থান। পাহাড়ে হাইক করতে প্রতি বছর অসংখ্য মানুষ পাড়ি জমায় এই পাহাড়ের পাদদেশে। হাইক করতে করতে যখন দর্শনার্থীরা বেল ফশ নদীর তীরে পৌঁছায়, তখন সবারই চোখ আটকে যায় একটি টাওয়ার সদৃশ বস্তুর উপর।

 ১৮৭৫ সালে আমেরিকান কর্নেল রিচার্ড আরভিং ডজের নেতৃত্বে বিজ্ঞানী ভূতত্ত্ববিদ ওয়াল্টার পি.জেনি ব্ল্যাক হিল অঞ্চলে একটি ভূতাত্ত্বিক গবেষণা চালান। তাদের কাছে খবর ছিল যে, এখানে অনেক স্বর্ণ মজুদ আছে। তারা সেখানে পৌঁছে কোনো সোনা খুঁজে পেলেন না ঠিকই, তবে এই টাওয়ারের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন, যা আবার ডেভিলস ট্রি নামেও পরিচিত।

 ডজ একে বিশ্বের সবচেয়ে অসাধারণ চূড়াগুলোর একটি বলে উল্লেখ করেন। নেটিভ আমেরিকানরা একে Lakota Matȟó Thípila বলে ডাকতো, যার অর্থ -হোম অভ বিয়ার বা ভাল্লুকের বাসস্থান। তবে যে ব্যক্তি নেটিভ আমেরিকার মানুষদের দেওয়া নামের অনুবাদ করেন, তিনি ভুলবশত Bad Gods Tower বা শয়তানদের পাহাড় বা শয়তানের টাওয়ার ডেভিলস টাওয়ার (Devils Tower) বা খারাপ দেবতার টাওয়ার অনুবাদ করেন। কর্নেল ডজ তাই এর নাম দেন – শয়তানদের পাহাড় বা ডেভিলস টাওয়ার (Devils Tower)। এই ভুল নামটিই একসময় বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে।

 প্রথম দর্শনে মনে হতে পারে এটি কোনো প্রাচীন স্থাপত্য, যা এই অঞ্চলের আদিবাসীদের তৈরী। যেমনটা দেখা যায় মিশর, পেরু কিংবা স্কটল্যান্ডে। তবে কাছে গেলে সেই ভুল ভেঙে যায়। টাওয়ারটি প্রাকৃতিকভাবেই সৃষ্টি। দেখতে অনেকটা খাঁজকাটা চূড়ার মতো। বিজ্ঞান এবং বৈজ্ঞানিক কল্পকাহিনীর উন্নতির সাথে সাথে ডেভিলস টাওয়ার নিয়ে এক আধুনিক তত্ত্বের জন্ম হয়েছে। বিশ্বজুড়ে অসংখ্য মানুষ বিশ্বাস করে, এই টাওয়ার কোনো বহির্জাগতিক শক্তির সৃষ্টি। তারা মনে করে, এটি কোনো এলিয়েন স্পেসশিপ ল্যান্ডিং স্টেশন ছিল। এই ধারণার ওপর ১৯৯৭ সালে একটি সিনেমা নির্মাতাকে Close Encounters of the Third Kind নামে, যা মানুষের মধ্যে এই ধারণা আরও বদ্ধমূল করে।

 ২০১১ সালে -পল নামে একটি সিনেমা নির্মিত হয়, যেখানেও এই টাওয়ারের সাথে এলিয়েনের সম্পর্ক দেখানো হয়েছে। এটি ম্যাগমা বা লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি বলে ভূতাত্ত্বিকগণ মনে করেন। তাদের মতে, ভূপৃষ্ঠের ফাটলের মধ্যে গলিত ম্যাগমা সঞ্চিত হয়ে থাকে। ৬৫ মিলিয়ন বছর আগে টেক্টনিক প্লেটের চাপে যখন রকি মাউন্টেনের উত্থান হয়, তখন এই জমে যাওয়া ম্যাগমার খণ্ড উঠে আসে। পরে হাজার বছর ধরে বাতাস এবং বৃষ্টির প্রভাবে আশেপাশের মাটি ক্ষয়ে যায় এবং জমাটবাঁধা এই ম্যাগমার চূড়া পড়ে থাকে।

 এর উচ্চতা ২৬৫ মিটার বা ৭৬৮ ফুট। এটির চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,১১২ ফুট উচ্চতায় অবস্থিত। ডেভিলস টাওয়ার আমেরিকার সর্বপ্রথম স্বীকৃত জাতীয় স্মৃতিস্তম্ভ। ২৪ সেপ্টেম্বর, ১৯০৬ সালে প্রেসিডেন্ট রুজভেল্ট একে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করেন। ২০০৫ সালে নেটিভ আমেরিকানরা এই চূড়ার বিকৃত নাম পরিবর্তনের দাবি জানায়। তবে অনেক ইতিহাস এই নামের সাথে জড়িত থাকায় তাদের দাবি মানা হয়নি। এই টাওয়ারটি আগ্নেয়গিরি পাথর দ্বারা তৈরি হলেও এটি আসলে আগ্নেয়গিরি না। এমনকি আশেপাশেও কোনো আগ্নেয়গিরি নেই। অনেকে মনে করত, এটি আসলে ভেতর দিকে ফাঁপা। তবে ভূতাত্ত্বিকরা মনে করেন এটি ফাঁপা নয়। এর চূড়ার উপরের অংশ প্রায় একটা ফুটবল মাঠের সমান উঁচু। জুন মাসে এর চূড়ায় ওঠার অনুমতি নেই, কারণ সে সময় এখানে অনেক নেটিভ আমেরিকান ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। এছাড়া কিছু রাস্তা শীতের সময় পাখিদের বাসা বোনার জন্য বন্ধ করে রাখা হয়।

 উপকথায় কথিত আছে যে, ভাল্লুকের হাত থেকে বাঁচার জন্য স্থানীয়রা একটা পাথরের উপর উঠে হাঁটু গেড়ে বসে তাদের মহৎ স্রষ্টার কাছে প্রার্থনা করতে শুরু করে। মহৎ স্রষ্টা তাদের প্রার্থনা শুনতে পায় এবং তাদের বাঁচাতে পাথরটিকে স্বর্গের দিকে প্রসারিত করে দেয়। তা-ও ভাল্লুকেরা চূড়ায় ওঠার চেষ্টা করতে থাকে। আর ভাল্লুকের নখের আঁচড়ে টাওয়ারের গায়ে খাঁজকাটা আকৃতি দেখা দেয়। সাইয়ান ইন্ডিয়ানরা আরেকটি গল্পতে বলা আছেঃ ভাল্লুকেরা দুটি মেয়ে বাদে বাকি সবাইকে মেরে ফেলে। বেঁচে যাওয়া মেয়েরা তাদের বাসস্থানে ফিরে এসে ছেলেদের ঘটনাটি বলে। তারা তাদের ধর্মগুরুর মাধ্যমে জানতে পারে যে, ভাল্লুকের পায়ের নিচে তীর মারতে পারলেই তাদের মারা সম্ভব। ছেলেরা বুদ্ধি করে ভাল্লুকগুলোকে ওই চূড়ার কাছে নিয়ে যায় এবং ভাল্লুকেরা ভাবে ছেলেগুলো চূড়ার উপরে। ভাল্লুকেরা তখন চূড়ায় ওঠার জন্য বারবার চেষ্টা করতে থাকে, যার ফলে চূড়ার গায়ে বেশি বেশি খাঁজ দেখা দেয়। একসময় ছেলেদের ছোঁড়া একটি তীর ভাল্লুকের পায়ের খুব কাছে লাগে এবং ভাল্লুকেরা ভয় পেয়ে পালিয়ে যায়। এভাবেই উৎপত্তি হয় এই চূড়ার। মূলত এই সবই কাল্পনিক রুপকথা বটে। বিজ্ঞান বলে ভিন্ন কথা!

শয়তানদের পাহাড় সম্পর্কে আশ্চর্যজনক তথ্য – Amazing Facts about Devils Tower in Bengali FAQ

  1. শয়তানদের পাহাড়ের (Devils Tower) উচ্চতা কতো?

Answer : 5,112 ফুট (1,558 মিটার)।

  1. শয়তানদের পাহাড় (Devils Tower) কোথায় অবস্থিত?

Answer : ক্রুক কাউন্টি, ওয়াইমিং , মার্কিন যুক্তরাষ্ট্র।

  1. শয়তানদের পাহাড় (Devils Tower) কোন শিলা দ্বারা গঠিত?

Answer : ল্যাকোলিথ আগ্নের শিলা।

  1. শয়তানদের পাহাড়ের (Devils Tower) নিকটবর্তী শহরের নাম কি?

Answer : হুলেট, ওয়াইমিং।

  1. শয়তানদের পাহাড়ের (Devils Tower) ক্ষেত্রফল কত?

Answer : 1,346 একর।

◆ আরও দেখুন :-

শয়তানদের পাহাড় সম্পর্কে আশ্চর্যজনক তথ্য – Amazing Facts about Devils Tower in Bengali

আশা করি এই পোস্টটি বা ” শয়তানদের পাহাড় সম্পর্কে আশ্চর্যজনক তথ্য – Amazing Facts about Devils Tower in Bengali ” থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন এরম আশ্চর্যজনক, রোমাঞ্চকর, অজানা এবং অদ্ভুত বিষয় সম্পর্কে জানতে এই SuktaraTv.com ওয়েবসাইট ফলো করুন অথবা YouTube, Facebook, Instagram, Twitter, Telegram এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আমাদের ফলো করুন , ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here